কর্মক্ষেত্রে মানসিক চাপ নিয়ন্ত্রণে মেডিটেশন
জীবিকার তাগিদে অথবা একটু বাড়তি আয়ের প্রয়োজনে আমাদের পছন্দ অনুযায়ী অথবা যোগ্যতা অনুযায়ী একটি পেশা বাছাই করে নিতে হয়। একই সঙ্গে নিয়োগ কর্তৃপক্ষ যারা ব্যবসা-বাণিজ্য, শিল্প প্রতিষ্ঠান বা কারখানা স্থাপন ও পরিচালনা করেন তাদেরও প্রয়োজন অসংখ্য লোকবল। বিভিন্ন পর্যায়ে যারা নিরন্তর কাজ করে প্রতিষ্ঠানকে গড়ে তোলেন এবং এগিয়ে নিয়ে যান। এই যে প্রতিষ্ঠান সেখানেই কর্মপরিবেশ ও কর্মক্ষেত্র তৈরি করে নেন সংশ্লিষ্ট সবাই। কিন্তু কাজকর্ম কি সব সময় সুখের বা আনন্দের? না। অনেক সময়ই কর্মক্ষেত্রে দেখা দেয় নানা সমস্যা ও...
Posted Under : Health Tips
Viewed#: 110
আরও দেখুন.

